বুধবার, ২৩ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে স্বাস্থ্য সুরক্ষায় জিম ক্লাব’র উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে স্বাস্থ্য সুরক্ষায় জিম ক্লাব’র উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : “প্রতিদিন শরীরচর্চা করব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এবং “মাদকমুক্ত সুস্থ সবল জাতি চাই, শরীরচর্চার বিকল্প নাই” স্লোগানে ভোলার লালমোহনে জিম ক্লাব’র উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে লালমোহন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জিম ক্লাবের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, দেহ মন সুস্থ সবল রাখতে শরীরচর্চার বিকল্প নেই। যুব সমাজকে মাদকসহ সকল সামাজিক অপরাধ থেকে দুরে রাখতে খেলাধূলার পাশাপাশি শরীরচর্চার বিকল্প নাই। যুব সমাজের শরীরচর্চায় লালমোহন জিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে জিম ক্লাবে শরীরচর্চার যাবতীয় সরঞ্জাম পরিদর্শন করেন এমপি শাওনসহ অতিথিরা।
উপজেলা নির্বাহী অফিসার আল নোমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ভোলা) তৌফিক ই-লাহি, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।