সোমবার, ২১ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ভোলার চরফ্যাশনে নির্বাচনী সহিংসতায় মনির (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর একজন।
সোমবার (২১ জুন) সকাল ১১ টার উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির ওই এলাকার বশির উল্লাহর ছেলে এবং ফুটবল প্রতিকের মেম্বার প্রার্থী ইয়াসিনের সমর্থক।
স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিন ও ইউনুস সিকদার গ্রুপের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে দুইজন গুলিবিদ্ধ হন। আহতদের চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শোভন বাশাক একজন মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, নিহতের শরীরে অসংখ্য ছড়াগুলির চিহ্ন রয়েছে।
ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার জানান, দুই মেম্বার প্রাথীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে। তবে পুলিশের গুলিতে কারো মৃত্যু হয়নি।