সোমবার, ২১ জুন ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » নির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে-ইসি সচিব।।লালমোহন বিডিনিউজ
নির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে-ইসি সচিব।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন, দুইটি পৌরসভা এবং ২০৪টি ইউপি নির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার বিকেলে, কমিশন কার্যালয়ে সচিব হুমায়ুন কবীর খোন্দকার সংবাদ সম্মেলনে জানান, এসব বিচ্ছিন্ন ঘটনায় দু’জন নিহত হয়েছেন এবং ৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যেই লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন ইভিএমে এবং ২০৪ ইউনিয়ন পরিষদের মধ্যে ২০টিতে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি থেকে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেখানে ভোটার সংখ্যা ছিল চার লাখ দুই হাজারের বেশি। আর ২০৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ হাজার ৯৭৩ জন।