
বুধবার, ১৬ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ভিটের মালিকানা দাবি ভাড়াটিয়ার: সংবাদ সম্মেলনে অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ভিটের মালিকানা দাবি ভাড়াটিয়ার: সংবাদ সম্মেলনে অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুল সিকদার, চরফ্যাশন প্রতিনিধি : ভােলার চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজার ভাড়াটিয়া কর্তৃক বাজার ভিটে দখল করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোক্তভোগি পরিবার এমন অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে মো. গোলাম ফারুক লিখিত বক্তব্যে পাঠ করে অভিযোগ করে বলেন, হাজারীগঞ্জ মৌজার জেল নং ৯৫ খতিয়ান নং ১ এসএ দাগ নং ২৫২৭ ডিয়ারা দাগ ৭৪৬৪ দাগে ১৮/১৬ হাতে একটি বাজার ভিটেতে ঘর নির্মাণ করে আমার পিতা মৌলভী আশরাফ আলী কাপড়ের ব্যাবসা করতেন। নিজে পরিচালনা করতে না পেরে আমাদেরই বড় ভগ্নিপতি আবুল কালাম মেম্বার উক্ত দোকান ঘরটি ভাড়া হিসাবে নেয়। দীর্ঘ বছর ভাড়া পরিশোধ করিলেও বর্তমান সময়ে ভাড়া না দিয়ে ওই ভিটাটি নিজের বলে দাবী করে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের আদালতে আমাদের পক্ষে রায় দেয়। আবুল কালাম মেম্বারে ছেলে মাহাবুবুর রহমান ত উপেক্ষা করে বাদী হয়ে চরফ্যাশন সিনিয়র সহকারি জজ আদালতে দেঃ নং- ২৫৫/১৯ইং মামলা দায়ের করে অহেতুক আমাদেরকে হয়রানি করেন। আমরা আমাদের ভিটে দখল করতে গেলে ভাড়াটিয়ারা এখন নিজের দাবী করে আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে। আমাদের বিরুদ্ধে উল্টো পাল্টো কথা বলে হুমকি ধামকি দেয়। এব্যাপারে অভিযুক্ত আবুল কালাম মেম্বার বলেন, আমি আমার শশুর মৌলভী আশরাফ আলীকে স্বাক্ষী রেখে উক্ত ভিটে ক্রয় করি। তখন থেকেই উক্ত ভিটে আমার দখলে রয়েছে।