মঙ্গলবার, ১৫ জুন ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » কমপক্ষে ৩টি করে গাছ লাগাতে নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান।।লালমোহন বিডিনিউজ
কমপক্ষে ৩টি করে গাছ লাগাতে নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সবুজ শ্যামল বাংলাকে আরও সবুজ করতে আওয়ামী লীগের প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কমপক্ষে ৩টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী জানান, কৃষক লীগের উদ্যোগে প্রতিবছর আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন বৃক্ষরোপণ করে। এবারও কৃষক লীগের উদ্যোগে দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী সকলকে একটা করে বনজ, ফলদ ও ভেষজ গাছ রোপণের আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একটি বনজ, একটি ফলদ ও ভেষজ গাছ রোপণ করেন গণভবন প্রাঙ্গণে।