বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | ধর্ম-কর্ম | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » দেশের বিভিন্ন স্থানে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
দেশের বিভিন্ন স্থানে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশজুড়ে ৫০টি দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১০ জুন) প্রাথমিক পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধনের জন্য তিনি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
অনুষ্ঠানে ধর্মের অপব্যাখ্যার কারণে যুব সমাজ যেন বিপথগামী না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, মুষ্টিমেয় কিছু মানুষের জন্য ইসলামের বদনাম হচ্ছে।
বক্তব্যে প্রধানমন্ত্রী ধর্মের নামে নাশকতা ও জঙ্গিবাদ তৈরির চেষ্টাকারীদের প্রতি ক্ষোভ জানান। মানুষ হত্যার মাধ্যমে এখন পর্যন্ত কারা বেহেশত লাভ করেছে, এমন প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।
নতুন এই প্রকল্পের আওতায় জেলা ও সিটি কর্পোরেশনে ৪ তলা, উপজেলা পর্যায়ে ৩ তলা এবং উপকূলীয় এলাকায় নিচ তলা ফাঁকা রেখে নির্মিত হবে ৪ তলা মসজিদ। এছাড়াও প্রতিটি মসজিদেই থাকবে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, হেফজখানা, গণশিক্ষা কেন্দ্র ও হজযাত্রী নিবন্ধন কেন্দ্র।