মঙ্গলবার, ৮ জুন ২০২১
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » জবাবদিহিতা নেই বলেই বস্তিগুলোতে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে-ফখরুল।।লালমোহন বিডিনিউজ
জবাবদিহিতা নেই বলেই বস্তিগুলোতে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে-ফখরুল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : জবাবদিহিতা নেই বলেই, বস্তিগুলোতে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৮ জুন) সকালে মহাখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত সাততলা বস্তি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। বস্তীবাসীদের স্থায়ী পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল আরও বলেন, হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট করলেও বস্তিবাসীরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়ে গেছে। স্বৈরাচার সরকার সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই দুঃস্থদের ভাগ্যোন্নয়ন ঘটবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।