মঙ্গলবার, ৮ জুন ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » নিয়মিত ড্রেজিং করে নদ-নদী সংরক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
নিয়মিত ড্রেজিং করে নদ-নদী সংরক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : পানির স্বাভাবিক প্রবাহ পথে কোন বাধা তৈরি করা যাবে না। নিয়মিত ড্রেজিং করে দেশের নদ-নদী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৮ জুন) সকালে, অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব নির্দেশ দেন তিনি। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে বেশি করে সাইলো নির্মাণের অনুশাসনও দিয়েছেন।
আগারগাঁওয়ের এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো, সংরক্ষণের জন্য ১৪’শ কোটি টাকা ব্যয়ে ৩০টি সাইলো নির্মাণের প্রকল্প অনুমোদিত হয়। অনুমোদিত প্রকল্পগুলোর আওতায়, নির্মিত হবে বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন। প্রশস্ত হবে মধুপুর-ময়মনসিংহ মহাসড়ক।
১০২৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে বরিশাল পান্ডব-পায়রা নদীর নলুয়া-বাহেরচর সেতু। সবমিলে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। যার মোট খরচ ধরা হয়েছে ৬ হাজার ৬শ’ ৫১ কোটি ৩১ লাখ টাকা।