সোমবার, ৭ জুন ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ‘করোনা ভ্যাকসিনে জনপ্রতি খরচ ৩ হাজার টাকা’-স্বাস্থ্যমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
‘করোনা ভ্যাকসিনে জনপ্রতি খরচ ৩ হাজার টাকা’-স্বাস্থ্যমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : জনপ্রতি করোনা ভ্যাকসিনের জন্য খরচ হবে ৩ হাজার টাকা। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১২ ও ১৩ জুন চীন থেকে উপহারের আরও টিকা আসবে। তিনি বলেন, করোনা চিকিৎসায় সরকারি হাসপাতালের সাধারণ বেডে জনপ্রতি দৈনিক খরচ হয়েছে ১৫ হাজার টাকা। এ ছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় যারা আইসিইউতে ভর্তি ছিলেন তাদের জন্য দৈনিক ৫০ হাজার টাকা খরচ হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, করোনাকালে ৬ হাজার চিকিৎসকসহ ২০ হাজার জনবল নিয়োগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, স্বাস্থ্য সেবা খাতে চলমান প্রকল্পের জন্য ২ হাজার ৮৫০ কোটি টাকার বরাদ্দ সংসদে পাস হয়। এখন পর্যন্ত পাওয়া এক কোটি আট লাখ ভ্যাকসিনের মধ্যে ভারত, চীন ও কোভ্যাক্স থেকে মোট ৩৮ লাখ টিকা উপহারে পেয়েছে বাংলাদেশ। সেরাম থেকে কেনা বাকি ৭০ লাখ টিকার দর ধরা হয়েছিলো প্রতিডোজ প্রায় সাড়ে চারশো টাকা।