সোমবার, ৭ জুন ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনা সংক্রমণে ভোটের বিরুদ্ধে আইইডিসিআর, অনড় অবস্থানে ইসি।।লালমোহন বিডিনিউজ
করোনা সংক্রমণে ভোটের বিরুদ্ধে আইইডিসিআর, অনড় অবস্থানে ইসি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভোটগ্রহণ না করার আহ্বান আইইডিসিআর’র। তবে, নির্ধারিত সময়ে ভোট করতে অনড় নির্বাচন কমিশন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর করোনা পরিস্থিতির মধ্যে ভোট করার বিপক্ষে অবস্থান নিলেও অনড় নির্বাচন কমিশন। তফসিলের তারিখ অনুযায়ীই ভোট হচ্ছে বলেও জানিয়েছে ইসি। একইসঙ্গে নির্বাচনি এলাকাগুলো লকডাউনের আওতামুক্ত রাখার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।
বর্তমানে সীমান্তবর্তী জেলাসহ আরও কিছু এলাকায় করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী। সংক্রমণ নিয়ন্ত্রণে নতুনভাবে পাঁচ শর্ত দিয়ে দেশব্যাপী বিধিনিষেধের মেয়াদ ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বিধিনিষেধে বলা হয়েছে- জনসমাগম হয় এমন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। এসব কিছুকে উপেক্ষা করে নির্বাচন কমিশন লক্ষ্মীপুর-২, ১১ পৌরসভা এবং ৩৬৭টি ইউনিয়ন পরিষদের ভোটের তারিখ ২১ জুন নির্ধারণ করে।
এদিকে, এই মুহূর্তে সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা অধিক সংক্রমিত জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এই তিন জেলায় মোট ১৪২টি ইউনিয়ন পরিষদে ভোট হবে ২১শে জুলাই।
সংক্রমণ অনুকূলে না আসা পর্যন্ত নির্বাচনের তারিখ পেছানোর সুপারিশ করেছে আইইডিসিআর। স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়ে অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগেও পাঠানো হয়েছে। আর নিজের অবস্থান ভোটের পক্ষে অনড় রেখে নির্বাচনি এলাকা লকডাউনের আওত্তামুক্ত রাখার জন্য মন্ত্রিপরিষদকে চিঠি দিয়েছে ইসি।
পরিস্থিতি বিবেচনায় নির্বাচনি প্রচার-প্রচারণার নিয়ম কিছুটা পরিবর্তন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
ঢাকা-১৪, সিলেট-৩, এবং কুমিল্লা-৫ আসনে ১৪ই জুলাই উপনির্বাচনে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।