রবিবার, ৬ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » শিবচরে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
শিবচরে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাতে বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, রবিবার বিকেলে শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের বালুরটেকে আয়শা বেগম (৪৮) তার নিজ বাড়ি থেকে পার্শ¦বর্তী অন্য বাড়িতে যাওয়ার সময় বজ্রপাতের আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চরজানাজাত ইউনিয়নের স্বাস্থ্য সহকারী আঃ জলিল মিয়া। নিহত গৃহবধু চরজানাজাত ইউনিয়নের সামাদ খা’র কান্দি বালুেেটকের ছোরফান হাওলাদারের স্ত্রী।