শনিবার, ৫ জুন ২০২১
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » ৩০টাকা ইউনিটের বিদ্যুৎ নয়! মনপুরায় জাতীয় গ্রীডের বিদ্যুতের দাবিতে মানববন্ধন।। লালমোহন বিডিনিউজ
৩০টাকা ইউনিটের বিদ্যুৎ নয়! মনপুরায় জাতীয় গ্রীডের বিদ্যুতের দাবিতে মানববন্ধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুল সিকদার, চরফ্যাশন : চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ৬ঘন্টা প্রতি ইউনিট ৩০টাকার বিদ্যুৎ চাইনা, ২৪ ঘন্টায় জাতীয় গ্রীডের বিদ্যুতের দাবীতে চরফ্যাশন সদর রোডে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘বঙ্গবন্ধুর স্বপ্নের মনপুরায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ চাই’ ‘ন্যায্যমূল্যে জাতীয় গ্রীডের বিদ্যুৎ চাই, শেখ হাসিনার বিদ্যুৎ চাই’ সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন করেছে মনপুরার চরফ্যাশন চাকুরিজীবি ও বসবাসরত জাতীয় গ্রিডের বিদ্যুৎ চাই নাগরিক কমিটি।
গতকাল শনিবার(৬জুন) সকাল ১০টায় চরফ্যাশন সদর রোডের ন্যাশনাল ব্যাংকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তাদের একমাত্র দাবী জাতীয় গ্রীডের বিদ্যুৎ চাই। আর কোন দাবী নাই, সরকারী রেটে বিদ্যুৎ চাই।“সৌরবিদ্যুতের আলো মিটিমিটি করে জ¦লে। এটা কোন শক্তিশালী বিদ্যুৎ নয়। সাধারন বিদ্যুৎ খরচের তুলনায় এই বিদ্যুতের খরচ চার থেকে পাঁচগুন বেশী। ফলে বিচ্ছিন্ন এই দ্বীপ উপজেলার গরীব ও অসহায় মানুষগুলোর মরার উপর খরার ঘা হয়ে চেপে বসেছে সোলার বিদ্যুৎ।” মানববন্ধনে ‘জাতীয় গ্রীডের বিদ্যুৎ চাই আন্দোলন নাগরিক কমিটি’র আহবায়ক চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল অপ্টমেট্রিষ্ট মো.জোবায়ের হোসেন এসব কথা বলেন। ওই সময় চরফ্যাশন সোনালী ব্যাংক ম্যানেজার কামরুল ইসলাম, পূর্বালী ব্যাংক সেকেন্ড অফিসার মো.ফখরুল ইসলাম, সচিব আলমসহ মানববন্ধনে বক্তারা দাবি করেন, দেশের একমাত্র উপজেলা মনপুরা। রাতে মাত্র ৬ ঘন্টা বিদ্যুৎ থাকে। সোলার গ্রীড গ্রাহকের কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নিচ্ছে ৩০ টাকা। যা এখানকার মানুষের জন্য কষ্টসাধ্য।
দেশের ১৬টি বিচ্ছিন্নদ্বীপ চরে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌছে দেওয়ার কাজ দ্রুত গতিতে চলছে। অথচ দেড়লক্ষ লোকের আবাসভূমি বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা একটি উপজেলা হওয়া সত্বেও সাবমেরিন ক্যাবলের আওতায় আসেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষে সবগুলো চরে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পৌছে দেওয়ার ঘোষনা দিয়েছেন।
সেই প্রতিশ্রুতির এই উপজেলায় বাস্তবায়ন হচ্ছেনা । অপরদিকে গত শুক্রবার মনপুরা জাতীয় গ্রীডের বিদ্যুতের দাবীতে
মানববন্ধনে বক্তব্য রাখেন মনপুরা উপজেলা আ’লীগের সহসভাপতি একে এম শাহাজান, হাজীর হাট ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বীপক, দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলি উল্লাহ কাজল, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি নিজামউদ্দিন হাওলাদার, মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, ঢাকা মহানগর (দক্ষিন) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এএসএম ফারেজ সামী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুদ্দিন সাগর, মোঃ সামাদ ও মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহবায়ক এ.এফ.এম রিয়াদ।