শনিবার, ৫ জুন ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের আহবান প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের আহবান প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে দেশবাসীকে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের আঙ্গিনায় সাধ্য অনুযায়ী সকলকে বৃক্ষরোপণের আহবান জানিয়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন শেখ হাসিনা।
শনিবার সকালে গণভবন গাছের চারা রোপণ করে, দেশব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারির এই সময়ে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন সীমিত সংখ্যক কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী বলেন, বনায়নের ক্ষেত্রে সফলতা রয়েছে বাংলাদেশের। ব্যাপক সবুজায়নের মাধ্যমে ক্ষতির হাত থেকে দেশকে রক্ষার জন্য সকলের প্রতি পরামর্শও দেন প্রধানমন্ত্রী। শুধু বৃক্ষরোপণ নয়, একই সাথে গাছের যত্ন নেবার বিষয়েও সকলকে সচেতন হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী।