শনিবার, ৫ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার পশ্চিম চরউমেদর ইউনিয়নের “গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়” মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ভিডিও কনফারেন্সর মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন।
প্রদর্শনী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে ডেইরী, পোল্ট্রি, ভেড়া, ছাগল, কবুতরসহ নানা রকমের প্রাণিজাতের সমন্বয়ে ৪১ টি স্টল সাজানো হয়। এসময় ভিডিও চিত্রের মাধ্যমে পশু পাখি পালনে শিক্ষণীয় নানা বিষয় তুলে ধরা হয়।
পরে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের স্টলগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদের বাস্তবায়নে প্রদর্শনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আহসান উল্লাহ মানিক প্রমূখ।