বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে শান্ত (৮) ও সাগর (১২) দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ মাদ্রাজ এওয়াজপুর ৮ নম্বর ওয়ার্ড এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পৌনে ১২টায় বৃষ্টি সাথে বিজলী চমকিয়ে বজ্রপাতে সৃষ্টি হয়। ওই সময় এক দল শিশু মাঠে খেলা করছিল। হঠাৎ বজ্রপাতে ওই এলাকার মো.কুদ্দুছ মাঝির ছেলে মো.সাগর ও আঃ ছাত্তার মিয়ার ছেলে মো.শান্ত মারাত্মক জখম হয় এবং আরো দুইজন ঈমাম হোসেন(৮) ও নুরনবী(৩৫) আহত হয়। তাদেরকে তাৎক্ষণিক চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শান্ত ও সাগরকে মৃত ঘোষণা করেন। বাকি দুই জনকে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে ঈমান হোসেনের অবস্থা অসংখ্যজনক।