বুধবার, ২ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ইয়াসে ক্ষতিগ্রস্থদের ত্রাণ দিয়েছে রেড ক্রিসেন্ট।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ইয়াসে ক্ষতিগ্রস্থদের ত্রাণ দিয়েছে রেড ক্রিসেন্ট।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের আয়োজনে ভোলার তজুমদ্দিনে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ ২শত পরিবারের মাঝে ফুড প্যাকেজ, তারপলিন ও হাইজিন প্যাকেজ বিতরণ করা হয়। বুধবার বিকাল ৫টায় তজুমদ্দিন সরকারী কলেজ মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট ভোলা জেলা ইউনিটের সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম, ভোলা পৌর সভার সাবেক কমিশনার ও রেড ক্রিসেন্ট ভোলা জেলা ইউনিটের সিনিয়র সদস্য আলহাজ্ব মোঃ ফেরদৌস আহাম্মেদ, সি.পি.পি’র সহকারী পরিচালক মাজহারুল হক, রেড ক্রিসেন্ট ভোলা জেলা ইউনিটের জুনিয়র সহকারী পরিচালক মোঃ তরিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, সাংবাদিক মেহেদী হাসান মামুন, তজুমদ্দিনের রেড ক্রিসেন্টের যুব প্রধান ফারহান উর রহমান সময়, সুমাইয়া আক্তার আখিঁ , বোরহানউদ্দিনের রায়হান প্রমুখ।