মঙ্গলবার, ১ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে তেঁতুলিয়ার ভাঙন পরিদর্শন করেছেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে তেঁতুলিয়ার ভাঙন পরিদর্শন করেছেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ও অতিরিক্ত জোয়ারে তেঁতুলিয়া নদীর তীরের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকায় ক্ষতিগ্রস্ত নদীর তীর পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে এমপি শাওন বলেন, দ্বীপজেলা ভোলার প্রধান সমস্যা নদী ভাঙনরোধে বিএনপি-জামাত জোট সরকারের চাইতেও বেশি বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে আমরা মেঘনা তীরে স্থায়ী বাঁধ দিয়ে ভাঙন রোধ করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, আবারও প্রধানমন্ত্রীর সহযোগিতায় মেঘনার ন্যায় তেঁতুলিয়ার তীরেও স্থায়ী বাঁধ দিয়ে তীর সংলগ্ন পশ্চিম চরউমেদ, ফরাজগঞ্জ ও বদরপুর ইউনিয়ন কে রক্ষা করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
এর আগে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত উপজেরার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন এলাকা চর কচুয়াখালীর ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও মৎস্য শিকারে নিষেধাজ্ঞা থাকায় কর্মহীন জেলেদের মাঝে চাল বিতরণ করেন এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ প্রমূখ।