সোমবার, ৩১ মে ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » এলপিজির দাম কমে এখন ৮৪২ টাকা।।লালমোহন বিডিনিউজ
এলপিজির দাম কমে এখন ৮৪২ টাকা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বিশ্ববাজারে দাম কমায় দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির প্রতি বোতল এলপিজির মূল্য ৬৪ টাকা কমিয়ে ৮৪২ টাকা দাম সমন্বয় করেছে বিইআরসি।
রবিবার দুপুরে (৩১ মে) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসি এই ঘোষণা দেয়। কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল জানান, সরকারি এলপিজি মূল্য অপরিবর্তিত থাকবে। নতুন সমন্বয়কৃত এই দাম জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে কার্যকর হবে। নতুন নির্ধারিত মূল্যে এলপিজি মূল্য মূসকসহ প্রতি কেজি ৭০ টাকা ১৭ পয়সা।
জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য অনুসারে সৌদি কন্ট্যাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী গ্যাসের মূল্য ঘোষিত হয়। তার ভিত্তিতেই মূল্য সমন্বয় করা হয়।
২৯ এপ্রিল প্রথম মূল্য সমন্বয়কালে এলপি গ্যাসের মূল্য ৯৭৫ টাকা থেকে কমিয়ে ৯০৬ টাকা করা হয়।