রবিবার, ৩০ মে ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » সংক্ষিপ্ত সফরে লালমোহন আসছেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
সংক্ষিপ্ত সফরে লালমোহন আসছেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন তাঁর নিজ নির্বাচনী এলাকা লালমোহনে আসছেন। রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে লঞ্চ যোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তিনি। আগামীকাল সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলশিকদার ঘাটে এসে পৌঁছাবেন তিনি।
জানা গেছে, ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত লালমোহন-তজুমদ্দিনের মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে ও তাদের সাহাযার্থে এমপি শাওনের এ সংক্ষিপ্ত সফর।
উল্লেখ্য, ২০১০ সালের এপ্রিলে একটি উপনির্বাচনের মাধ্যমে লালমোহন-তজুমদ্দিন আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এরপর থেকে লালমোহন-তজুমদ্দিনবাসীর সার্বিক সুখে-দুঃখে সর্বদা পাশে থাকার মধ্য দিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে দ্বীপবন্ধু উপাধীতে ভূষিত হনন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।