রবিবার, ৩০ মে ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » আসন্ন অর্থ বছরে জাতীয় সংসদে ৩৩৬ কোটি ১৪ লক্ষ টাকার অনুমোদন।।লালমোহন বিডিনিউজ
আসন্ন অর্থ বছরে জাতীয় সংসদে ৩৩৬ কোটি ১৪ লক্ষ টাকার অনুমোদন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আসন্ন অর্থ বছরে বাংলাদেশ জাতীয় সংসদের জন্য মোট ৩৩৬ কোটি ১৪ লক্ষ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে।
রবিবার (৩০ মে) জাতীয় সংসদ ভবনে সংসদ সচিবালয় কমিশনের ৩২তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এই বাজেট গত সংশোধিত বাজেটের চেয়ে ২২ কোটি ৩৪ লক্ষ ৩২ হাজার টাকা অর্থাৎ ৭.১২ শতাংশ বেশি। ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেট ৩১৩কোটি ৭৯লক্ষ ৬৮হাজার টাকা। এছাড়াও ২০২২-২০২৩ অর্থবছরে ৩৫৯ কোটি ৬৭ লক্ষ টাকা ও ২০২৩-২০২৪ অর্থ বছরের ৩৮৪ কোটি ৮৫ লক্ষ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।
এ সময় ৩১তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্য বিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বৈঠকে অংশগ্রহণ করেন।
এ সময় জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।