রবিবার, ৩০ মে ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনায় আরও ৩৪ জনের প্রাণহানি।।লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় আরও ৩৪ জনের প্রাণহানি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ নভেল করোনাভারাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা ১২ হাজার ৫৮৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১১ জন নারী। এছাড়া গেল ২৪ ঘন্টায় দেশের ৫০২টি ল্যাবে ১৪ হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১ হাজার ৪৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৭ লাখ ৯৮ হাজার ৮৩০ জন।
রবিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গেল ২৪ ঘন্টায় দেশে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১০.১১ শতাংশ। আর এ পর্যন্ত পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩.৪৭ শতাংশ। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে নমুনা পরীক্ষা বিবেচনায় একদিনে শনাক্তের হার ছিলো ৭.৯১ শতাংশ। এছাড়া, একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৯৭ জন। মোট সুস্থ ৭ লাখ ৩৮ হাজার ৮০৫। গেল ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২.৪৮ শতাংশ।