শুক্রবার, ২৮ মে ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় সেই দফতরি আটক।।লালমোহন বিডিনিউজ
প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় সেই দফতরি আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত দফতরিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ মে) ভোর রাতে অভিযান চালিয়ে রাকিবকে আটকের কথা জানিয়েছে পাগলা থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। ময়মনসিংহের গফরগাঁওয়ের বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলুফা খানম স্কুলে দফতরি রাকিবকে ডাকেন। রাকিবকে শ্রেণিকক্ষ পরিষ্কার করতে বলেন। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কক্ষগুলোতে ধুলার আস্তরণ জমে গেছে। দফতরি রাকিব সরাসরি ক্লাসরুম পরিষ্কার করতে অপারগতা জানান। বন্ধে কোনোরকম কাজ করতে পারবে না বলেও সাফ উত্তর দেয়। এরপর এক কথা দু’কথা হতে হতে স্কুলের মাঠেই প্রধান শিক্ষক নীলুফাকে মারধর করেন দফতরি। এ সময় রাকিবের ভাই এসেও গালমন্দ করেন নীলুফাকে।
রাকিবের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ তুলে প্রধান শিক্ষক নীলুফা বলেন, সে নিয়মিত গাঁজা ও ইয়াবা সেবন করে। কিছু করতে বললে ক্ষেপে উঠে।