বুধবার, ২৬ মে ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গাছ চাপায় বৃদ্ধ নিহত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে গাছ চাপায় বৃদ্ধ নিহত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে গাছের চাপায় আবু তাহের (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ৪নং ওয়ার্ড চর ছকিনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের ওই এলাকার ফরাজী বাড়ির গফুর আলীর ছেলে।
জানা গেছে, রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন আবু তাহের। এ সময় ঝড়ো বাতাসে ঘরের পাশে থাকা একটি রেইন-ট্রি গাছের ডাল ভেঙ্গে তার উপর পরে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আবু তাহেরের।
এদিকে ঝড়ে গাছ চাপায় নিহতের পরিবার কে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান।