বুধবার, ২৬ মে ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ভোলার লালমোহনে সজিব (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১নং ওয়ার্ড সুগন্ধা আবাসন থেকে লাশ উদ্ধার করা হয়। সজিব ওই আবাসনের আবদুর রবের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সজিবের মানসিক সমস্যা ছিল। গতকাল রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে ভোরে স্থানীয় মক্তবের শিশুরা গাছের সাথে সজিবকে ঝুলতে দেখে তার মাকে জানায়। পরে সংবাদ পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটণে লাশ ময়নাতদন্তের জন্য ভোলায় প্রেরণ করা হবে।