মঙ্গলবার, ২৫ মে ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সরাসরি বাংলাদেশে আঘাত হানবে না ‘ঘূর্ণিঝড় ইয়াস’।।লালমোহন বিডিনিউজ
সরাসরি বাংলাদেশে আঘাত হানবে না ‘ঘূর্ণিঝড় ইয়াস’।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঘূর্ণিঝড় ‘ইয়াস’ সরাসরি আঘাত হানবে না বাংলাদেশে। তবে এর প্রভাবে উপকূলের জেলাগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি জলোচ্ছ্বাস হতে পারে।
এরইমধ্যে ইয়াস গতিপথ বদলে শক্তিশালী হয়ে ভারতের ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। এটি এখন অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। বুধবার দুপুরে অতি শক্তিশালী হয়ে প্যারাদ্বীপ ও দিঘার কাছ দিয়ে অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি।
এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটএ।
অস্বাভাবিক জোয়ারে পটুয়াখালীর কলাপাড়া, ভোলার চর কুকরিমুকরি, ঢালচর ও বরগুনায় বেশকিছু গ্রাম প্লাবিত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সব প্রস্তুতি নিয়েছে উপকূলের জেলা প্রশাসন।
পটুয়াখালীতে আটশো, ভোলায় সাতশো নয়, বাগেরহাটে ৩শ ৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি বেড়ে জেলার ২৯ কিলোমিটার জুড়ে বন্যা নিয়ন্ত্রণ বাধ হুমকির মুখে।