সোমবার, ২৪ মে ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে “যশ” মোকাবেলায় ১২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে “যশ” মোকাবেলায় ১২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে সম্ভাব্য ঘূর্ণিঝড় ইয়াস (যশ) মোকাবেলায় ১২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ৮৫টি আশ্রয়কেন্দ্র এবং ৩৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ভবন রয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দূর্যোগ প্রস্তুতি কমিটির সভায় এ তথ্য তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান।
তিনি জানান, ইতোমধ্যে উপজেলার মেঘনা ও তেঁতুলিয়ার বিভিন্ন চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনার জন্য ট্রলার, স্পীড বোর্টের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে মেডিকেল টিম গঠনেরও প্রস্তুতি চলছে। আশ্রয়কেন্দ্রগুলো পরিস্কার পরিচ্ছন্ন করাসহ, শুকনো খাবার এবং খিঁচুড়ি রান্নার ব্যবস্থা করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।