বৃহস্পতিবার, ২০ মে ২০২১
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে মো. অজিউল্লাহ মাঝি (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে ) দুপুরে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর ফকিরা গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত অজিউল্লাহ মাঝি একই এলাকার হানিফ মিয়ার ছেলে ও পেশায় একজন জেলে।
হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম হাওলাদার জানান, জেলে অজিউল্লাহ মাঝি নদী ও সাগরে মাছ শিকার করে জীর্বিকা নির্বাহ করেন। দুপুরে অজিউল্লা বাড়ির পাশের বাগানের উচুঁ একটি রেইনট্রি গাছে ডাল কাটার জন্য উঠেন। এসময় ওই গাছের ডালের সাথে থাকা বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় অজিউল্লার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।