বুধবার, ১৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » এই প্রথম ভোলা কলেজের রেজাল্টা অন-লাইনে প্রকাশ
এই প্রথম ভোলা কলেজের রেজাল্টা অন-লাইনে প্রকাশ
ভোলা সংবাদদাতা : ভোলা সরকারি কলেজে প্রথম বারের মতো কলেজের রেজাল্ট অন-লাইনে প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার কলেজের একাডেমী ভবনে কলেজের রেজাল্ট প্রকাশ করেন কলেজের অধ্যক্ষ পারভীন আখতার। এর মাধ্যমে প্রথমবারে মতো অন-লাইনে কলেজের সকল রেজাল্ট কার্যক্রম শুরু হয়।প্রথমিক পর্যায়ে কলেজের উচ্চ মাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেণীর ৪০০ জন শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ হয়। এখন থেকে কলেজের যে কোন বিভাগের রেজাল্ট অন-লাইনে প্রকাশ হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন লাইনের ঠিকানা হচ্ছে-িি.িনযড়ষধমড়াঃপড়ষষবমব.বফঁ.নফ/ৎবংঁষঃ। শুধু অন-লাইনেই নয় আগামীতে ফলাফল অভিভাবকের মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। রেজাল্ট প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপধ্যক্ষ মহসিন গোলদার। এসময় কলেজে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।