রবিবার, ১৬ মে ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কিশোরীকে নিয়ে যুবক উধাও: থানায় অভিযোগ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে কিশোরীকে নিয়ে যুবক উধাও: থানায় অভিযোগ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ১৫ বছরের এক কিশেরাীকে নিয়ে উধাও হয়েছে শরীফ নামের এক যুবক। এ ঘটনায় কিশেরীর মা পারভীন বেগম লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত শুক্রবার (১৪ মে) ঈদ উল ফিতরের দিন এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক শরীফ উপজেলার চরভূতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে এবং কিশেরী একই ওয়ার্ডের মোশারফ হোসেনের মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, শরীফ ওই কিশোরীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। এ নিয়ে শরীফের পরিবারকে একাধিকবার জানালেও তারা কোন কর্ণপাত না করে বরং গালমন্দ করতো।
গত শুক্রবার ঈদের দিন সকালে লালমোহন পৌরসভা ৪নং ওয়ার্ডে চাচা বাড়ি বেড়াতে আসার কথা বলে বাসা থেকে বের হয় ওই কিশোরী। তবে সে চাচার বাড়িতে আসেনি বলে জানতে পারে তার পরিবার।
এদিকে প্রত্যক্ষদর্শী এক যুবকের কাছে তারা জানতে পারেন, শরীফ ও তাদের মেয়েকে একসাথে দেখেছে ওই প্রত্যক্ষদর্শী যুবক।
তবে শরীফের ব্যাপারে তার পরিবারকে জানালে কোন সুরাহা না করে বরং হুমকি ধমকি দেয়ায় আইনের আশ্রয় নিয়েছে কিশোরীর মা পারভীন বেগম।
এদিকে ভূক্তভোগী পরিবারটি ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, লালমোহন থানার মোড় এলাকার পার্টস ব্যবসায়ী মোঃ সেলিমের প্ররোচণায় ওই কিশোরীকে নিয়ে উধাও হয়েছে শরীফ। তাই সেলিমের ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।