রবিবার, ১৬ মে ২০২১
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » শেখ হাসিনা সরকারের আমলে দেশের স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে-এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনা সরকারের আমলে দেশের স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে-এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা সরকারের আমলে দেশের সরকারি ও বেসরকারি স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী সঠিক দিক নির্দেশনার ফলে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে মহামারি করোনা সহনীয় পর্যায়ে রয়েছে।
রবিবার সকালে লালমোহন পৌরসভাস্থ “হাজী জুলফিকার মিয়া সুপার মার্কেটে গ্রীণ লাইফ ডায়াগনস্টিক এন্ড হসপিটালের” উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার অতীতের শাসকদের লুটপাট, দুর্নীতি ও অস্থিতিশীলতা এবং অ্যাডহক-ভিত্তিতে দেশ পরিচালনার ধারা পরিহার করে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দেশে প্রথম স্বাস্থ্যনীতি প্রনয়ণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, গ্রীণ লাইফ ডায়াগনস্টিক এন্ড হসপিটালের কর্ণধার ও পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম মাসুদসহ আরও অনেকে।