শনিবার, ১৫ মে ২০২১
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বীর মুক্তিযোদ্ধার নামে সড়ক উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বীর মুক্তিযোদ্ধার নামে সড়ক উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনধি : ভোলার লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধা আবদুল মালেক এর নামে প্রায় সাড়ে ছয় কোটি ব্যায়ে সড়ক নির্মাণ কাজের উদ্বােধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল এর বাস্তবায়নে প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে প্রায় ১০ কিঃমিঃ সড়কটির নামকরণ করা হয়েছে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক এর নামে।
শনিবার সকালে ওই ইউনিয়নের রায়পুরা কান্দি গ্রামে সড়কের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
পরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে “ঢাকাস্থ লালমোহন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি”র উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন এমপি শাওন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস-চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা প্রকৌশলী মো: বিল্লাল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ নের্তৃবৃন্দ।