শুক্রবার, ১৪ মে ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জুয়ায়ীদের হামলায় শিশুসহ আহত-২।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে জুয়ায়ীদের হামলায় শিশুসহ আহত-২।।লালমোহন বিডিনিউজ
লালেমাহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে জুয়া খেলার বিরোধীতা করায় বসতঘরে হামলা-ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে জুয়ারী সিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে রাফা হোসেন নামের এক শিশু ও তার বাবা হারুনুর রশীদ (৬৫)।
গতকাল (বৃহস্পতিবার) দুপুরে ইউনিয়নের বিচ্ছিন্ন ২ নং ওয়ার্ড এলাকার চর কচুয়াখালীতে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে লালমোহন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চর কচুয়াখালী মুজিব কিল্লার পাশে একটি সরকারি জায়গা দখল করে ওইখানেই দীর্ঘদিন যাবত জুয়ার আসর চালিয়ে আসছিলেন স্থানীয় যুবক মোঃ সিদ্দিক। জুয়ার আসরের পাশেই মোঃ হারুনুর রশিদের বাড়ি। তার বাড়ির পথরুদ্ধ করে জায়গাতে জাল দিয়ে বেড়া দিয়ে আটক করে জুয়ার আসর চালানোর ফলে বাড়ি থেকে বেরুতে সমস্য হয় তাদের। তাই এসব অপকর্মের প্রতিবাদ করে হারুনুর রশিদের ছেলে শাহীন।
এদিকে গত বৃহস্পতিবার সকালেও জুয়ার আসর নিয়ে শাহীনের সাথে সিদ্দিকের সাথে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে ওইদিন দুপুরে শাহীনের বাড়িতে হামলা-ভাঙচুর চালায় সিদ্দিক ও তার ভাই নুর ইসলাম, হান্নান, বেলালসহ তাদের পরিবারের অন্যরা। এক সময় তারা শাহীনের বাবা মা ও ছোট ভাই রাফাকেও মারধর করে। গুরুত্বর আহতরা লালমোহন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শাহীন। মামলা নং-
এদিকে চরকচুয়াখালীর অনেকের সাথে আলাপ করে জানা যায়, সিদ্দিকের মূল বাড়ি কালমা ইউনিয়নের ৭নং ওয়ার্ড নুর মোহাম্মদ মালে বাড়ি। সে চর কচুয়াখালীতে থেকে নিয়মিত জুয়ার আসর চালান এবং ওই এলাকার সরকারি আবাসনের ঘর পাওয়া ব্যক্তিদের কাছ থেকে চাবি তুলে দেয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে সিদ্দিক। তার ভাই ও পরিবারের লোকজন উচ্ছৃঙ্খল হওয়ায় তাদের ভয়ে কেউ বাধা দিতে সাহস করেন না। আর এ সুযোগে অবৈধ জুয়ার আসর চালিয়ে আসছেন সিদ্দিক।
এ ব্যাপারে জানতে চাইলে জুয়ার আসর চালানোর বিষয়টি অস্বীকার করে সিদ্দিক বলেন, শাহীনের পরিবারের সাথে কথা কাটাকাটি হয়েছে। কোন মারধরের ঘটনা ঘটেনি।
লালমোহন থানার এসআই শক্তিপদ জানান, মামলার এজাহার নামীয় একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
—