বুধবার, ১২ মে ২০২১
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনের ৭হাজার পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনের ৭হাজার পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টুঃ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভোলার তজুমদ্দিনের ৭হাজার অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার সকালে উপজেলার চাদপুর ও সোনাপুর ইউনিয়নের প্রায় ৭ হাজার অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী মানবিক সহায়তা কার্যক্রম আওতায় নগদ অর্থ তুলে দেন তিনি।
বিতরণকালে এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যার নির্দেশে তার কর্মী হিসেবে লালমোহন-তজুমুদ্দিন এর অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছি। সকলকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা উচিৎ। এসময় করোনায় ক্ষতিগ্রস্থ ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেয়ায় লালমোহন-তজুমদ্দিনের ৫লক্ষ জনতার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন ,তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর,সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা।