
মঙ্গলবার, ১১ মে ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রতিবন্ধীদের ঈদ সামগ্রী দিলেন ইউনুছ মিয়া।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রতিবন্ধীদের ঈদ সামগ্রী দিলেন ইউনুছ মিয়া।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : প্রতি বছরের মতো এবারও ভোলার লালমোহনের প্রতিবন্ধী ও পথশিশুদের পাশে দাঁড়িয়েছেন দ্বীপ উন্নয়ন সোসাইটি নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ ইউনুছ মিয়া। আসছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায়দের পাশাপাশি প্রতিবন্ধীদের হাতে ঈদ সামগ্রী তুলে দিয়েছেন তিনি।
শিশুদের জন্য ঈদের নতুন, পাঞ্জাবি ও ঈদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেমাই, চিনি বিতরণ করেছেন তিনি। এছাড়াও অসহায় পরিবার জন্য রয়েছে চাল, ডাল, তেলসহ বিভিন্ন উপকরণ ও অসহায় মানুষদের জন্য নতুন শাড়ী কাপড়, লুঙ্গি প্রদান করেন ইউনুছ মিয়া।
ইউনুস মিয়া বলেন, প্রতিটি ঈদে নিজের উদ্যোগে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। ঈদ আনন্দ হোক সকলের জন্য, তাই তার এ প্রয়াস।