মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন ৪১ জন বীরাঙ্গনা
মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন ৪১ জন বীরাঙ্গনা
লালমোহন বিডিনিউজ :বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। সোমবার ৪১ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে এ গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য জানিয়েছেন। যাদের নাম প্রকাশ করা হয়েছে তারা মুক্তিযোদ্ধা হিসেবে চলতি বছরের জুলাই থেকে সমস্ত সুযোগ-সুবিধা পাবেন বলে গেজেটে বলা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে সকল বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন।