সোমবার, ১০ মে ২০২১
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।।লালমেহান বিডিনিউজ
লালমোহনে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।।লালমেহান বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে মহামারি করোনা প্রাদূর্ভাবে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১টি যাত্রীবাহি বাস ও ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে লালমোহন বাজার চৌরাস্তায় এসব জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করায় ১টি যাত্রীবাহি বাস কে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে ৭ মোটরসাইকেল ও আরোহীকে ১৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।