রবিবার, ৯ মে ২০২১
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » এভাবে মানুষকে আটকে রাখা ভুল-ড: জাফরুল্লাহ।।লালমোহন বিডিনিউজ
এভাবে মানুষকে আটকে রাখা ভুল-ড: জাফরুল্লাহ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : লকডাউনের নামে এভাবে মানুষকে আটকে রাখার সরকারি সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড: জাফরুল্লাহ।
রবিবার (৯ মে) দুপুরে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে টাঙ্গাইলের সসন্তোষে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করে অসহায় দুঃস্থদের মাঝে ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, “আমলারা সব সময়ই সুখের পায়ড়া। তারা কখনোই জনগণের মতামতকে পাত্তা দেয় না।”
খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ক সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সরকারের মানবিক কারণেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে পাঠানোর অনুমিত দেয়া উচিত।”
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম মেম্বার নঈম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।