শনিবার, ৮ মে ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালেমাহেন দিনমজুরের ঘর তৈরির সরঞ্জাম পুড়ে ফেলেছে দুর্বৃত্তরা।।লালমোহন বিডিনিউজ
লালেমাহেন দিনমজুরের ঘর তৈরির সরঞ্জাম পুড়ে ফেলেছে দুর্বৃত্তরা।।লালমোহন বিডিনিউজ
গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব চরউমেদ গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দিনমজুর কাশেম জানায়, অন্যের কাজ করে অনেক কষ্টে কিছু টাকা জমিয়ে স্থানীয় জসিমের কাছ থেকে এক টুকরো জমি কিনেছেন তিনি। ওই জমিতে বাড়ির করার জন্য পুকুর ও ভিটে তৈরি করেছেন তিনি। বুধবার বিকেলে সেখানে ঘর তুলতে টিনের বেড়া ও খুঁটি নিয়ে ভিটির উপর রাখেন এবং ঘর নির্মাণ শুরু করেন।
এরই মধ্যে স্থানীয় আবু কন্ট্রাকটরের ছেলে সোহেল, রুবেল, সুমন, পারভেজ ও চরভূতা বাংলাবাজার এলাকার ফারুক এসে তাকে ধাওয়া দেয়। তাদের ভয়ে ভিটে থেকে দুরে সরে গেলে ঘর তৈরির টিন, টিনের বেড়া ও খূঁটি পুকুরের মধ্যে ফেলে দেয় তারা। পরে তাদের ব্যবহৃত হোন্ডা থেকে এনে তা কাঠ ও টিনের উপর ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় লালমোহন থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানান ভুক্তভোগী কাশেম।
প্রত্যক্ষদর্শী আমীর হোসেন জানান, আবু কন্ট্রাক্টরের ছেলেরা ও ফারুক পেট্রোল ঢেলে কাশেমের ঘর তৈরির সরঞ্জামে আগুন দিয়ে পুড়ে ফেলেছে। একজন অসহায় ও দরিদ্র মানুষের উপর এমন অমানবিক আচরণের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠিন বিচার দাবি করছি।
কাশেমের জমির দাতা জসিম জানান, আমি সহ থেকেই কাশেমের ঘর উত্তোলণে সহযোগিতা করেছি। পরে লালমোহনে একটি ফয়সালা থাকায় আমি সেখানে যাই। এ সুযোগে আবু কন্ট্রাক্টরের ছেলেরা ও ফারুক ঘরটি পুড়ে ফেলে।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে আবু কন্ট্রাকটরের ছেলে সুমন ও পারভেজ জানায়, তারা কাশেমের ঘর তৈরির সরঞ্জামে আগুন লাগাননি। তবে বাংলাবাজার এলাকার ফারুক কে আগুন লাগাতে দেখেছেন পারভেজ। কিন্তু ফারুক কেন আগুন লাগিয়েছে, সেটা জানেন না তারা।
এ ব্যাপারে জানতে ফারুকের ব্যবহৃত ০১৭১৫-৭১৪৫৪৩ নাম্বারে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।