শনিবার, ৮ মে ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনায় প্রাণ গেল আরও ৪৫ জনের।।লালমোহন বিডিনিউজ
করোনায় প্রাণ গেল আরও ৪৫ জনের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হলো ১১ হাজার ৮৭৮ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮.৭৪ শতাংশ। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭০৩টি। শনিবার (৮ মে) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৮৫ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৭২ হাজার ১২৭ জনের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৬ হাজার ৮৩৩ জন।