সোমবার, ১২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » স্থানীয় সরকারের সব নির্বাচন হবে দলীয়ভাবে
স্থানীয় সরকারের সব নির্বাচন হবে দলীয়ভাবে
লালমোহন বিডিনিউজ ,সোহেল ঢাকা : দলীয়ভাবে নির্বাচনের বিধান রেখে মন্ত্রিসভা ৫টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে। দলীয় প্রাথীরা স্ব স্ব দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন। আইন পাঁচটি হলো স্থানীয় সরকার (ইউনিয়র পরিষদ) আইন, ২০১৫, উপজেলা পরিষদ ( সংশোধন) আইন, ২০১৫, জেলা পরিষদ (সংশোধন) আইন-২০১৫, স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন, ২০১৫, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন-আইন, ২০১৫।
সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের বিরাজমান পাঁচ ধরনের স্থানীয় সরকার আইনের সংশোধনীতে অনুমোদন দেয় মন্ত্রিসভা। তিনি বলেন, সংশোধিত স্থানীয় সরকার আইনে মেয়াদ শেষে কোনো জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত না হলে প্রশাসক নিয়োগ করা হবে। যা সিটি করপোরেশন আইনে রয়েছে। এ আইন পাস হওয়ার পর ইউনিয়ন পরিষদ,উপজেলা পরিষদ,পৌরসভা এবং জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের এর পর জাতীয় সংসদে আইনটি পাস হবে। মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ডিসেম্বরে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশোধিত স্থানীয় সরকার আইনটি পৌরসভার নির্বাচনের ক্ষেত্রে অধ্যাদেশ আকারে জারি হবে।