মঙ্গলবার, ৪ মে ২০২১
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে দেড় সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য শস্য ও নগদ অর্থ বিতরণ|| লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে দেড় সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য শস্য ও নগদ অর্থ বিতরণ|| লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : মহামারি করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারগুলোর ঈদ উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় ভোলার তজুমদ্দিন উপজেলার মলংচড়া, চাদপুর ও শম্ভুপুর ইউনিয়নের প্রায় ১ হাজার ৫শ অসহায় হতদরিদ্রদের মাঝে ৩০ কেজি করে ভিজিডির চাল ও খাদ্য শস্য বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, করোনা ভাইরাস এখন বৈশ্বয়িক সমস্যা। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা এই করোনা ভাইরাস মোকাবেলায় অসহায়দের পাশে থেকে রাতদিন কাজ করে যাচ্ছেন। তার নির্দেশে তার কর্মী হিসেবে লালমোহন তজুমুদ্দিন এর অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছি। যতদিন করোনা থাকবে ততদিন আমি আপনাদের পাশে আছি।
এসময় উপস্থিথ ছিলেন ,তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম,সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ান সহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা।
পরে এমপি শাওন তজুমদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে ৩টি কম্বাইন্ড হারবেস্টার মেশিন বিতরন করেন।