শনিবার, ১ মে ২০২১
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে দুস্থদের মাঝে ত্রাণ দিয়েছে কোস্টগার্ড।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে দুস্থদের মাঝে ত্রাণ দিয়েছে কোস্টগার্ড।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে করোনায় অসহায় হয়ে পড়া গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের ব্যবস্থাপনায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের বাস্তবায়নে শনিবার (১ মে) বেলা ১১ টায় তজুমদ্দিন কন্টিনজেন্ট সংলগ্ন মাঠে কোস্টগার্ড কমান্ডার মোঃ আসাদের নেতৃত্বে ১শত গরীব ও দুস্থ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, ৪ কেজি আটা, দেড় কেজি ছোলা ও দেড় কেজি ডাল। প্রতি প্যাকেটে মোট ১২ কেজি করে ত্রাণ সামগ্রী ছিলো।
কোস্টগার্ড সদস্যরা নিজস্ব ব্যবস্থাপনায় ত্রাণের শ্লিপ পৌছেদেন গরীব ও দুস্থদের বাড়িতে বাড়িতে।