শনিবার, ১ মে ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » প্রধানমন্ত্রীর উপহার পেলো লালমোহনের অর্ধসহস্র পরিবার।। লালমোহন বিডিনিউজ
প্রধানমন্ত্রীর উপহার পেলো লালমোহনের অর্ধসহস্র পরিবার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে উপহার স্বরুপ ত্রাণ সামগ্রী পেয়েছে মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত ও লকডাউনের কারণে কর্মহীণ হয়ে পড়া ভোলার লালমোহনের অর্ধসহস্র মানুষ।
লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে স্বাস্থ্যবিধি মেনে এসব অসহায়দের মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুুরুন্নবী চৌধুরী শাওন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, তেল, আলু, চিনি, সাবান ও সেমাই। এদিন ৫শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, লালমোহন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।