শনিবার, ১০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলার বোরহানউদ্দিনে বাগান থেকে ডিপ ফ্রিজ সহ মা ইলিশ জব্দ
ভোলার বোরহানউদ্দিনে বাগান থেকে ডিপ ফ্রিজ সহ মা ইলিশ জব্দ
লালমোহন বিডিনিউজ , বোরহানউদ্দিন সংবাদদাতা: ভোলার বোরহানউদ্দিনে বাগান থেকে ডিপ ফ্রিজ সহকারে বিপুল পরিমাণ মা ইলিশ জব্দ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাচরা বাতান বাড়ি এলাকায় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন ও উপজেলা মৎস সম্পদ কর্মকর্তা রুহুল কুদ্দুস এই মাছ জব্দ করেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন হাওলাদার জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে দুটি এলাকায় অভিযান চালিয়ে এসকল মা ইলিশ মাছ উদ্ধার করা হয়। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উল্লেখ্য, দেশের অন্যতম অর্থ অপার্জনকরী সম্পদ মা ইলিশের উৎপাদন বাড়াতে ও মা ইলিশ রক্ষায় ইলিশের প্রধান প্রজনন মৌসুম ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ মাছ ধরা, পরিবহন, বিক্রি, সরবরাহ ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।