শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে শিক্ষকের বাড়ি লকডাউন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে শিক্ষকের বাড়ি লকডাউন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ভোলার লালমোহনে ভারত ফেরত শিক্ষক বজলুর রহমানের বাড়ি লকডাউন করেছেন উপজেলা প্রশাসন। শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান এর নেতৃত্বে বজলুর রহমানের বাড়ি লকডাউন করা হয়।
বজলুর রহমান লালমোহন উপজেলার চরভূতা লেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত ১৩ এপ্রিল-২০২১ তারিখে তিনি চিকিৎসার জন্য ভারত যান। ভারত থেকে চিকিৎসা শেষে তিনি ৩০ এপ্রিল-২০২১ লালমোহন আসেন। খবর পেয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে বজলুর রহমানের বাড়ি লাল পতাকা টানিয়ে ১৪ দিনের জন্য লকডাউন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান বলেন, ১৪ দিন বজলুর রহমান একটি কক্ষে নিরাপদে থাকতে হবে।