বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবা চালু।।লালমোহন বিডিনিউজ
গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবা চালু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রাজধানী ঢাকায় চালু হলো গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবা। আপাতত ধানমণ্ডি, পুরান ঢাকা ও মিরপুর এলাকায় মিলবে এই সুবিধা।
কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, যে কেউ বাসা থেকে ফোন দিলে পৌঁছে যাবে গণস্বাস্থ্য টিম। বাসার একজন সদস্যকে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ ও কিছু ওষুধ দেয়া হবে। রোগীর অবস্থা জটিল হলে প্রয়োজনে তাকে হাসপাতালে পৌঁছে দেয়া হবে।
ডা. জাফরুল্লাহ আরও বলেন, এটা সরকার অনেক আগেই করতে পারতো। তাহলে হাসপাতালে চাপ পড়তো না। সরকার এখনও চাইলে ঘরে ঘরে চিকিৎসা পৌঁছে দিতে পারে। তাতে আইসিইউ এর ওপর চাপ অনেকটা কমবে। নতুন নতুন হাসপাতাল করার দরকার পড়বে না।