
শনিবার, ১০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে দোকানে হামলা ও লুট: আহত-৩
বোরহানউদ্দিনে দোকানে হামলা ও লুট: আহত-৩
লালমোহন বিডিনিউজ ,মোঃ আলী আকবর ভোলা : ভোলার বোরহানউদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে কাচারি হাট বাজারে চাঁদা না দেওয়ায় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরনবী (৩০) এর দোকানে হামলা করেনগদ টাকা লুটপাট করে নিয়ে যায় ইউপি সদস্যর নেতৃত্বে একদল সন্ত্রাসী। ওই সময় বাধাদিলে নুরনবীকে চাপাতি দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত অবস্থায় বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। হামলার সময় পাশের ব্যবসায়ীরা নুরনবীকে রক্ষা করতে আসলে হামলাকারীদের হামলায় কামাল, বাবুল নামের আরোও দুই জন বাজার ব্যবসায়ী আহত হয়েছে।আহত নুরনবী জানান, তিনি কাচারি হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। ওই বাজারে তিনিপোল্ট্রি ডিলার। দীর্ঘ দিন ধরে সাচড়া ৬নং ওয়ার্ডের আনোয়ার মেম্বার ও তার ভাই ফয়েজ উল্যাহ আরিন্দা দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। ওই দাবীকৃত চাঁদা না দেওয়ায় শনিবার দুপুরে আনোয়ার মেম্বারের নেতৃত্বে ৬/৭ জনের একটি দলবল আমার দোকানেএসে হামলা করে ক্যাশ ভেঙ্গে ৬০ হাজার টাকা ও গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েযায়। ওই সময় বাধাঁ দিলে আমাকে চাপাতি দিয়ে মাথায় আঘাত করে গুরুত্বর আহত করে। পাশের ব্যবসায়ীরা আমাকে রক্ষা করতে আসলে হামলাকারীদের হামলায় কামাল ও বাবুল ব্যবসায়ী আহত হন। এঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।এব্যাপারে আনোয়ার মেম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি।