
বুধবার, ২৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে এমপি শাওনের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে এমপি শাওনের মায়ের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের মাতা হোসনে আরা চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মোল্লা জামে মসজিদের খতিব মাও. মোজাম্মেল হক।
মোনাজাতে অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাব সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক জসিম জনি, যুগ্ম সম্পাদক ও হামিম রেসিডেন্সিয়াল একাডেমী পরিচালক রুহুল আমিন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক হাসনাতুজ্জামান সোহাগ, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হােসেন মেহেরসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।