সোমবার, ২৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » নিজেদের মুনাফা নিশ্চিত করতে দেশকে করোনার ঝুঁকিতে ফেলেছে সরকার- মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
নিজেদের মুনাফা নিশ্চিত করতে দেশকে করোনার ঝুঁকিতে ফেলেছে সরকার- মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নিজেদের মুনাফা নিশ্চিত করতে দেশকে করোনার ঝুঁকিতে ফেলেছে সরকার। এ জন্য একদিন সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ মন্তব্য করেন। এ সময় করোনা মোকাবিলায় ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও করেন তিনি।
তিনি বলেন, শুধু একটা প্রতিষ্ঠানকে আর্থিক সুবিধা দিতে সেরামের সঙ্গে টিকার চুক্তি করা হয়েছে। ফলে বন্ধ হয়েছে করোনার প্রথম ডোজ দেয়া, অনিশ্চয়তার মুখে দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে।
তিনি আরও বলেন, সরকারের অদক্ষতা, অযোগ্যতা আর আর্থিক মুনাফা লাভের চেষ্টায় সারা জাতিকে বিপদগ্রস্ত করা হয়েছে। এটিকে ফৌজদারি অপরাধ মন্তব্য করে সরকারে বিচার দাবি করেন ফখরুল।
করোনা পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে লকডাউনসহ বিভিন্ন সিদ্ধান্ত লেজেগোবরে বানিয়ে ফেলেছে সরকার। প্রান্তিক মানুষকে সরাসরি আর্থিক সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।