
সোমবার, ২৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘এগার লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ’-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
‘এগার লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ’-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বাংলাদেশ মিয়ানমারের ১১ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে; বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের ৭৭ তম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের বার্ষিক অধিবেশনে উপস্থাপিত বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এসময় রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং স্থায়ীভাবে এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেয়ার অনুরোধ জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার সবশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় করোনা নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, করোনা মহামারি অনেক মানুষকে দরিদ্র করেছে। বাংলাদেশে সামাজিক সুরক্ষা বিস্তৃতি, চাকরি ধরে রাখা এবং অর্থনীতিকে সুদৃঢ় করার জন্য প্রায় ১ হাজার ৪৬০ কোটি টাকা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।